যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়
একটু আলো ছায়া মোহ মায়া বোধদয়,
স্বপ্ন আকাশ, ধূসর ক্যানভাসে
এলোমেলো অগোছালো খুঁজে তোমায়।
কখনো আমি শুন্য নীলে যাই
তখনো আবছা অন্ধকারে তাই,
যখনি, নীহারিকা হও কী তুমি
পেয়ে আলোতে হারাই।
আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়,
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায়,
ভিনগ্রহে নিরুপায়।
যদি হীরামন মনটা দুঃখী করে রয়
(মনটা দুঃখী করে রয়)
কার অরণ্য মনে অভিমানী অভিনয়,
ময়ূরকণ্ঠী নীল আকাশে
(নীল আকাশে)
কাজল চোখের ভাষা মিশে জোছনায়।
আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায়
তোমাকে ইমনের কোনো অক্টেভে সাজাই,
অচেনা বুনো পাহাড়ি ফুল কী তুমি
রোদের আদরে হারাই।
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে,
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় ..
ও ওহো ও!
আমি মেঘদলে মহাকাল অবুঝ মায়াজালে
একটু আকটু রঙধনুতে ভিজে রংতুলিতে,
গহীনে শব্দজাল ভাবনাতে কবিয়াল
তুমি আমি, আমি তুমি, কোরাসে ..
আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়,
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়,
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে কবিতা রূপকথায়
ভিনগ্রহে ও ভিনগ্রহে নিরুপায়।